Office of Treasurer

Mohammad Abdul Mannan

Treasurer
Bangamata Sheikh Fojilatunnesa Mujib
Science & Technology University

প্রোফাইল

মোহাম্মদ আবদুল মাননান, পটুয়াখালীর বাউফলে ১৯৬১ সালে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাউফল উপজেলার নাজিরপুর উচ্চ বিদ্যালয়, বরিশাল বিএম কলেজ এবং বাউফল  কলেজে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণিতে লেখাপড়া করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে উন্নয়ন  পরিকল্পনায় পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করেছেন। ইংল্যান্ডের  ব্রাডফোর্ড ইউনিভার্সিটি থেকে MATT STAGE-2 এ প্রশিক্ষণ নিয়েছেন। ৭ম বিসিএসে উত্তীর্ণ হয়ে ১৯৮৮ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি সহকারী কমিশনার, ম্যাজিস্ট্রট, সহকারী কমিশনার (ভূমি) আরডিসি, এলএও  পদে দিনাজপুর, মুন্সিগঞ্জ,শরিয়তপুর, কিশোরগঞ্জে কাজ করেছেন। সুনামগঞ্জ সদর উপজেলায় ইউএনও, টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক এবং চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক ছিলেন।

উপসচিব ও যুগ্মসচিব পদে সমাজকল্যাণ ও ভূমি মন্ত্রণালয়ে এবং পরিচালক পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রকৌশল শিক্ষা অধিদপ্তরে কাজ করেছেন। এছাড়া, আন্তর্জাতিক মাতৃভাষা  ইনস্টিটিউট নির্মাণ প্রকল্পে প্রকল্প পরিচালক  এবং ইউএনডিপি’তে National Consultant for e-office হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। অধিকন্তু, বিশ্বসাহিত্য কেন্দ্রে উপদেষ্টা হিসাবেও কাজ করেছেন। তিনি অতিরিক্ত সচিব পদে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ১২ জুলাই ২০১৬ থেকে ১১ মার্চ ২০১৮ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন এবং  পাশাপাশি বঙ্গবন্ধু বিজ্ঞান  ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টে প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। জনাব মাননান ১১ মার্চ থেকে ২৩ অক্টোবর ২০১৮ পর্যন্ত নৌ-পরিবহন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব ছিলেন এবং ২৪ অক্টোবর ২০১৮- এ বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে যোগদান করেন। অতিরিক্ত সচিব (প্রশাসন)-এর দায়িত্ব ছাড়া তিনি শিল্প ও শক্তি সেক্টরে চীফের অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন এবং পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৬-এর  মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। সিভিল সার্ভিসে যোগদানের পূর্বে  তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে তিনবছর সিনিয়র অফিসার/ শাখা ব্যবস্থাপক হিসাবে কাজ করেছেন এবং ব্যাংকিং বিষয়ে বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহন করেছেন। নিয়মিত প্রশিক্ষণ  ছাড়াও তিনি দেশে প্রকল্প ব্যবস্থাপনা ,উন্নয়ন প্রশাসন ,সরকারি ক্রয় ব্যবস্থাপনা, শৃঙ্খালা ও আপিল, সিনিয়র স্টাফ কোর্স, পিপিএমসি, হিউম্যান রিসোর্স ডেভলোপমেন্ট, MATT, Disaster, Population & Reproductive Issues  ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। বিদেশে MATT- Stage -2 এবং Sustainable Development বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।

তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪১টি (৩টি কাব্য, ১৭টি ছোটগল্প এবং ২১টি সম্পাদিত) । এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, নির্বাচিত ছোটগল্প, নির্বাচিত প্রেমের গল্প, নির্বাচিত মুক্তিযুদ্ধের গল্প, রাধারমণ দত্তের নির্বাচিত গীতি কবিতা ভালোবাসার গল্প, আমলাদের গল্প, মুক্তিযুদ্ধের গল্প, সমুদ্রে যাবো না, নারী বিষয়ক আইন-কানুন ইত্যাদি। এছাড়া, পত্র-পত্রিকা/সময়িকীতে প্রকাশিত প্রবন্ধ-নিবন্ধের সংখ্যা কম-বেশি দু’শটি। ছয় মাসের সাহিত্য-পত্র অরণির উপদেষ্টা সম্পাদক।

তিনি বাংলা একাডেমি, বাংলাদেশ উন্নয়ন পরিষদ ও এশিয়াটিক সোসাইটির জীবনসদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজীবন রেজিস্ট্রর্ড গ্রাজুয়েট। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ও সূর্যসেন হলের এবং প্লানিং একাডেমি ও ব্রাডফোর্ড ইউনিভার্সিটির (ইউকে) অ্যালামনাই; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও লাইফ এলামনাই। এছাড়া, ঢাকা অফিসার্স ক্লাব ও উত্তরা অফিসার্স ক্লাবেরও সদস্য তিনি। তিনি আজিমপুর গভ. এমপ্লয়িজি এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হিসাবে কয়েক বছর ধরে দায়িত্ব পালন করছেন। রেড ক্রিসেন্ট সোসাইটিরও জীবন সদস্য।

তিনি ভারত , শ্রীলংকা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইংল্যান্ড, তুরস্ক, বেলারুশ, জাপান, মিশর, ব্রাজিল , রাশিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সরকারি কাজে এবং প্রশিক্ষণের জন্য ভ্রমন করেছেন। এছাড়া, সুইজারল্যান্ড, ইতালি, ফ্রান্স ও সৌদি আরব ভ্রমণ করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক-পুত্র , এক-কন্যার জনক । তিনি একজন সঙ্গীতপ্রেমি; পঞ্চকবির গান ছাড়াও ক্লাসিক্যাল মিউজিকের একনিষ্ঠ ভক্ত। রবীন্দ্রনাথের সবগুলো গান তাঁর সংগ্রহশালায় সংরক্ষিত আছে। এছাড়া, পঠনে প্রায় সর্বভূক। আবৃত্তিও তার প্রিয় বিষয়।

তিনি ২০১৯-২০ অর্থ বছরে আইএমই বিভাগে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন।

তিনি ১ জুন ২০২১ তারিখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে যোগদান করেছেন|

Recent Events

See what's happened in our University

No blog post found.

All Notices

Upcoming Events