প্রেস বিজ্ঞপ্তি
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন
শেখ হাসিনা ফিরেছিলেন বলেই ডিজিটাল বাংলাদেশ পেয়েছি: মাননীয় উপাচার্য
বশেফমুবিপ্রবি, ১৭ মে ২০২৩ খ্রি., বুধবার।।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন দেশে ফিরেছিলেন বলেই আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, মানুষের অধিকার ফিরে পেয়েছি। আজকের ডিজিটাল বাংলাদেশ পেয়েছি।
মঙ্গলবার (১৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে একাডেমিক ভবন চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মাননীয় উপাচার্য বলেন, দেশের মানুষের ভালোবাসায় ১৯৮১ সালের ১৭ মে পিতা-মাতা, ভাইসহ স্বজনহীন জন্মভূমিতে শেখ হাসিনা ফিরেছিলেন। তিনি এসেছিলেন বলেই দেশের সার্বিক উন্নয়ন ঘটেছে। শিক্ষার উন্নয়ন ঘটেছে, অবকাঠামোর উন্নয়ন হয়েছে। আজ আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি।
‘দেশের মাটিতে পদার্পণ করে শেখ হাসিনা বলেছিলেন— আমার হারানোর কিছু নাই, পিতা-মাতা-ভাই, আত্মীয় হারিয়ে আমি বাংলার জনগণের কাছে ফিরে এসেছি।’
প্রফেসর ড. মো. কামরুল আলম খান বলেন, তিনি (শেখ হাসিনা) দেশে ফিরে পরিকল্পনা নেন জাতির পিতার সোনার বাংলা গড়ে তোলার। যার ফলশ্রুতিতে আজকের বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয়ের চত্বরে দাঁড়িয়ে আমরা বলতে পারি- শিক্ষা সুযোগ নয়, শিক্ষা আমার অধিকার। এভাবেই উন্নয়নের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ।’
বিশেষ অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান ও রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপট তুলে ধরেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যাপন কমিটির সদস্য সচিব মির্জা ফজলে রাব্বীর সঞ্চালনায় সভায় ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর (ভারপ্রাপ্ত) এস.এস. ইউসুফ আলী, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুস ছাত্তার, মির্জা আজম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমান, নূরুন্নাহার বেগম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. ফরহাদ আলী, বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. এ.এইচ.এম মাহবুবুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দিন, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কাওসার আহমেদ স্বাধীন, যুগ্ম আহ্বায়ক তাইফুল ইসলাম পলাশ প্রমুখ বক্তব্য দেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক পার্থ সারথি দাশের সভাপতিত্বে সমাজকর্ম বিভাগের প্রভাষক হোসাইন মাহমুদ সভায় মূল প্রবন্ধ উত্থাপন করেন।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খানের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়, যা ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ক্যাম্পাস চত্বরে বৃক্ষরোপন করেন উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান।
কর্তৃপক্ষের নির্দেশক্রমে,
জনসংযোগ কর্মকর্তা
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মেলান্দহ, জামালপুর-২০১২।