বশেফমুবিপ্রবিতে সিএসই ফেস্ট, তথ্য-প্রযুক্তি বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

বশেফমুবিপ্রবিতে সিএসই ফেস্ট, তথ্য-প্রযুক্তি বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে তিনদিনব্যাপী সিএসই ফেস্টিভালের দ্বিতীয় দিন বুধবার (১৭ মে) শিক্ষার্থীদের অংশগ্রহণে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান বক্তৃতা দেন। সিএসই বিভাগের চেয়ারম্যান এবং সিএসই ফেস্ট ২০২৩ আয়োজক কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মো. হুমায়ন কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষক এবং আইইইই কম্পিউটার সোসাইটির চেয়ার প্রফেসর ড. মো. শামসুল আরেফিন ‘ইফেক্টিভ রিসার্চ’ প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন’ শীর্ষক আলোচনা করেন।
এছাড়া ‘টেকনিক্যাল রাইটিং অ্যান্ড প্রেজেন্টেশন’ শীর্ষক বক্তৃতা করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষক এবং আইইইই কম্পিউটার সোসাইটি ভাইস চেয়ার প্রফেসর ড. মো. আহসান হাবীব।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দিন উপস্থিত ছিলেন।
প্রোগ্রামে বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল আলম, সহকারী অধ্যাপক সুজিব রায়, প্রভাষক মুহাম্মদ হাসান ও সাব্বির মাহমুদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উৎসবে বশেফমুবিপ্রবির সিএসই বিভাগ ছাড়াও জামালপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে সিএসই বিভাগের দুটি ল্যাবে কনটেস্ট অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল আলম, চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. হুমায়ন কবির, সহকারী অধ্যাপক সুজিব রায় ও প্রভাষক সাব্বির মাহমুদ এবং মুহাম্মদ হাসান বিচারকের দায়িত্ব পালন করছেন।
আয়োজনে প্রযুক্তি প্রতিষ্ঠান আর্থমোভিং গ্রুপ ও স্কাইলার্ক সফট্ স্পনসর হিসেবে রয়েছে। আর টেকনিক্যাল পার্টনার হিসেবে আছে আইইইই কম্পিউটার সোসাইটি (IEEE Computer Society)। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল উৎসবে টেকনিক্যাল সাপোর্ট প্রদান করছে। আর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল২৪ ও দৈনিক অধিকার।
কর্তৃপক্ষের নির্দেশক্রমে
জনসংযোগ কর্মকর্তা
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মেলান্দহ, জামালপুর।-২০১২।