বঙ্গমাতা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অটোমেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বঙ্গমাতা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অটোমেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বশেফমুবিপ্রবি, ১৬ মে ২০২৩ খ্রি., মঙ্গলবার।।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনোভেশনের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) উপাচার্য দপ্তরের সভাকক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) অন্তর্ভুক্ত ই-গভর্নেন্স অ্যান্ড ইনোভেশন কমিটি আয়োজিত ‘ক্যাশলেস অ্যান্ড পেপারলেস ইউনিভার্সিটি অটোমাইজেশন সিস্টেম অ্যান্ড অনলাইন এডমিশন সিস্টেম’ বিষয়ক এ সেমিনার হয়।
এতে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন বক্তব্য দেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং একই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রোগ্রামার মো. হাফিজুর রহমান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন। তারা ক্যাশলেস ও পেপারলেস বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পাশাপাশি অনলাইন এডমিশন সিস্টেম বিষয়েও বিস্তারিত আলোচনা করেন।
এপিএ এর ইনোভেশন বিষয়ক কমিটির ফোকাল পয়েন্ট ও সহকারী অধ্যাপক (পরিসংখ্যান) মো. জাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ, আইসিটি সেলের কর্মকর্তাসহ অন্যান্যরা অংশ নেন।
কর্তৃপক্ষের নির্দেশক্রমে
জনসংযোগ কর্মকর্তা
বশেফমুবিপ্রবি, জামালপুর।