বশেফমুবিপ্রবি-এ মহান বিজয় দিবস উদ্যাপিত

প্রেস বিজ্ঞপ্তি বশেফমুবিপ্রবি-এ মহান বিজয় দিবস উদ্যাপিত নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) আজ ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সকালে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পনের মাধ্যমে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান দিবসটির আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন। পরে মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এরপর কর্মসূচি অনুযায়ী, জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালি, আলোচনা সভা এবং প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। আর প্রধান আলোচকের বক্তব্যে মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও বিভিন্ন পর্যায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সাদীকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোছাঃ নারগিস মুরশিদা বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং দেশের সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করা হয়। আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং দেশের সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম। এদিকে বিজয় দিবস উপলক্ষ্যে একাডেমিক ভবন চত্বরে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ্যে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়। কর্তৃপক্ষের নির্দেশক্রমে, জনসংযোগ কর্মকর্তা বশেফমুবিপ্রবি, জামালপুর-২০১২

Previus Post Next Post