বশেফমুবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি বশেফমুবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান দিবসটির কর্মসূচির উদ্বোধন করেন। পরবর্তীতে মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা একে একে সম্মানিত শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জাতির সূর্যসন্তানের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। শ্রদ্ধা জানানো শেষে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটিতে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো দিনব্যাপী কালো ব্যাজ ধারণ ও আলোচনা সভা। একাডেমিক ভবন চত্বরে আয়োজিত আলোচনা সভায় মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন। এ সময় তিনি বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। প্রধান আলোচক হিসেবে মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রেক্ষাপট ও বিভিন্ন ঘটনাক্রম তুলে ধরেন। আয়োজক কমিটির আহ্বায়ক প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমানের সভাপতিত্বে রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন। সবশেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম। এছাড়া অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন নূরুন্নাহার বেগম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. মৌসুমী আক্তার। এ কর্মসূচিগুলোতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষের নির্দেশক্রমে, জনসংযোগ কর্মকর্তা তথ্য, জনসংযোগ ও প্রকাশনা দপ্তর বশেফমুবিপ্রবি, জামালপুর-২০১২ তারিখ: ১৪/১২/২০২৪ খ্রি.

Previus Post Next Post