বশেফমুবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর ড. মোশারফের যোগদান
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) প্রথম প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসাইন যোগদান করেছেন। রবিবার (১০ নভেম্বর) ক্যাম্পাসে পৌঁছালে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে নতুন প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসাইনের আগমন উপলক্ষ্যে বিকেলে একাডেমিক ভবনের কনফারেন্স রুমে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক পরিচিতি সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান উপস্থিত ছিলেন। এর আগে গত ৪ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসাইনকে বঙ্গমাতা শেখ ফজিলাতু্ন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে গত ৬ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে যোগদান করেন তিনি। বার্তা প্রেরক, জনসংযোগ কর্মকর্তা বশেফুমবিপ্রবি, জামালপুর