বশেফমুবিপ্রবি সিন্ডিকেটের ১৫তম সভা অনুষ্ঠিত

বশেফমুবিপ্রবি সিন্ডিকেটের ১৫তম সভা অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ১৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাইস-চ্যান্সেলরের সভাকক্ষে এ সভা হয়। সিন্ডিকেট সভাপতি মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. কামরুল আলম খান সভায় সভাপতিত্ব করেন। সভায় সম্মানিত সিন্ডিকেট সদস্য ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য (এমপি) মির্জা আজম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মাননান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শহিদুল ইসলাম, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন ও প্রক্টর (ভারপ্রাপ্ত) এস.এম. ইউসুফ আলী সশরীরে উপস্থিত ছিলেন। আর অনলাইন প্লাটফর্ম জুমে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির প্রফেসর ড. জেরিনা বেগম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সৈয়দ মামুনুল আলম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব কাজি মো. আবদুর রহমান বিপিএএ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব (ড্রাফটিং) মো. মনিরুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাজনীন হোসেন সভায় অংশগ্রহণ করেন। সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। কর্তৃপক্ষের নির্দেশক্রমে, (মাহবুব আলম) জনসংযোগ কর্মকর্তা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেলান্দহ, জামালপুর-২০১২

Previus Post Next Post