বশেফমুবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
বশেফমুবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) গবেষণা সেলের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর দপ্তরের সভাকক্ষে ‘ডেভেলপমে ন্ট অব রুম টেমপারাচার সলিড স্টেট সোর্স ফর হায়ার পাওয়ার এমএমডব্লিউ অ্যাপ্লিকেশনস্ অ্যান্ড বায়োমেডিকেল ইমিজিং’ শীর্ষক এ প্রশিক্ষণ হয়। সভায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. কামরুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভারতের পশ্চিমবঙ্গের অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ডিন (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) প্রফেসর ড. মৌমিতা মুখার্জী রিসোর্স পারসন হিসেবে বক্তৃতা করেন। গবেষণা সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তৃতা করেন প্রক্টর (ভারপ্রাপ্ত) এস.এম. ইউসুফ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন গবেষণা সেলের সহকারী পরিচালক ও ফিশারিজ বিভাগের প্রভাষক রুনা আক্তার জ্যোতি। প্রশিক্ষণে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।