গণিত বিভাগে প্রোগ্রামিং ল্যাবের উদ্বোধন
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) গণিত বিভাগের প্রোগ্রামিং ল্যাবের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ মে) বিকেলে একাডেমিক ভবনের ১২০ নম্বর কক্ষে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান ল্যাবটির উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে আমরা নানা পদক্ষেপ নিচ্ছি। প্রতিটি বিভাগে আইটি ল্যাব ও সেমিনার লাইব্রেরি স্থাপন করা হবে। কারিকুলামকে লার্নিং অ্যান্ড আর্নিং বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে; যাতে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে পারে। এ সময় বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রিপন রায়ের সভাপতিত্বে রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মৃণাল কান্তি রায় চৌধুরী, প্রক্টর (ভারপ্রাপ্ত) এস.এম. ইউসুফ আলী, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ শাহজালাল, প্রভাষক তোজাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।