বশেফমুবিপ্রবিতে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) সোমবার (১৩ মে) দুপুরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগিতায় ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান উপস্থিত ছিলেন। অগ্নি প্রতিরোধ, নির্বাপণ এবং জরুরি বহির্গমন বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ভূমিকম্প ও অগ্নি নির্বাপক সরঞ্জমাদি ব্যবহার সংক্রান্ত কমিটির উদ্যোগে এ মহড়ার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মেলান্দহ স্টেশনের একটি ইউনিট অংশ নেয়। মহড়ায় গ্যাস সিলিন্ডারসিহ বিভিন্নভাবে আগুন লাগার ঘটনার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। মহড়ায় সরঞ্জামের মধ্যে ছিল— গ্যাস সিলিন্ডার, অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার), একটি পানিবাহী গাড়ি, পানির পাম্পযুক্ত গাড়ি ইত্যাদি। মহড়াটি পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মেলান্দহের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান। আয়োজক কমিটির আহ্বায়ক ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান মো. নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মৃনাল কান্তি রায় চৌধুরীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপিস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব অর্থ ও হিসাব বিভাগের সেকশন অফিসার মুহম্মদ হিজবুল্লাহ।