জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকালে খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান উপস্থিত ছিলেন। তিনি নতুন শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে নবনিযুক্ত মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সুশাসন, ন্যায় প্রতিষ্ঠার পাশাপাশি বৈষম্যমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় করেন। আয়োজক কমিটির আহ্বায়ক ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. রাশিদুল ইসলাম, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদীকুর রহমান, নূরুন্নাহার বেগম হলের প্রভোস্ট ড. মৌসুমী আক্তার, শিক্ষার্থী আদিবা খান রাউফি, লিটন আকন্দ, আবু সায়েম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণিত বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী তারিফুল ইসলাম শরীফ ও ইইই বিভাগের ছাত্রী রাবেয়া খানম। অনুষ্ঠানের শুরুতেই জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ করে এক মিনিট দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের সিএসই, ইইই, ফিশারিজ, গণিত, ভূ-তত্ত্ব, সমাজকর্ম, ব্যবস্থাপনা বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বার্তা প্রেরক, মাহবুব আলম জনসংযোগ কর্মকর্তা বশেফমুবিপ্রবি, জামালপুর ০১৭১৪৬১০৭৫১